#নিখুঁত মানুষ!
নিখুঁত মানুষ খোঁজে বেড়ায় খুঁত ভরা এই ধরা,
মন্দের বাজার নন্দের সদাই যাচ্ছে মানুষ মারা।
ভালোর খোঁজে কালোর পথে
ভুল মানুষে জীবন রথে,
দেয় ভেঙে দেয় শিরদাঁড়া আর হবে না খাড়া।

#দুঃখ দিনের শেষ
কষ্টগুলো নষ্ট দলে যায় নিয়ে যায় লোক,
সুখের আশায় দুঃখের দেখা থাকে শুধুই শোক।
কান্নারা সব এক মিছিলে
ভাবছো কভু সুখে ছিলে,
হয়না যে শেষ দুঃখ দিনের জমাট বাঁধে বুক।

বুধবার, দাম্মাম, সৌদিআরব
১৯ আশ্বিন ১৪৩০, ০৪ অক্টোবর ২০২৩