প্রেমে যেমন আছে যে সুখ আছে তেমন বিরহ,
কান্নার পরে যেমন হাসি দুখের পরে সুখ অহরহ্ ।
নদীর জলে মিশে সাগরে ঝর্ণার জল নদীতে,
প্রেমিক মিশে প্রেম সাগরে ডুবে মিষ্টি মধুর প্রেমেতে ।
নিজেকে করতে সুখি যে করে চেষ্টা
মিটেনা মনের স্বাদ মিটেনা তৃষ্ণা ।।
পরের জন্য কাঁদলে সুখের দেখা মিলে
মনে আসে সুখ-শান্তি বেষ্ট-টা ।
০৫ জুন ২০১৮