থাকলে মনে বুকে সাহস সাগর সেতো কিছুই নয়
জলের উপর হাঁটা যাবে প্রেমের হয় না যে ক্ষয় !
দিনকে লাগে রাতের মতো রাতকে লাগে দিন
মাইকে বাজে কটূ ভাষণ লাগে যেনো বীন।
মন্দ কথাও ভালো লাগে ভালো কথা ভালো
কর্কশ সেও মধুর যেনো আঁধার লাগে আলো ।
কঠিন-কঠোর মানুষটাও বদলে যায় কোমল
বিশ্রী দেখা সব কিছুকেই লাগে যেনো কমল ।
প্রেমের ছোঁয়ায় শীতল হলো কঠিন-কঠোর মন
অচেনা আজ চেনা মানুষ হয়েছে আপন ।
প্রেমের ঝড়ে উড়ে গেছে বিলীন শতো যুগল
প্রেমের জন্য পিতা-পুত্রের দ্বন্দ্ব দেখছে মোগল ।
বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
০৮ শ্রাবণ ১৪২৬, ২৫ জুলাই ২০১৯