থাকে আগুন-পানি যেমন পাশা-পাশি
সুখ আর দুঃখ থাকে তেমন কাছা-কাছি ।
সন্ধ্য-রাত সকাল-বিকাল
অতীত আজ আগামীকাল,
জীবন ভর-ই করে প্রেম কানামাছি।
ধরলে অসুখ ছাড়ে না তো থাকে অঙ্গ জুড়ে
শত দুঃখ কাঁদে না সেই থাকে প্রেমে ঘিরে।
প্রেমের জন্য ধরে বাজি
এই পৃথিবী ছাড়তে রাজী,
প্রেমের সুখে থাকতে চায় ছোট্ট নীড়ে ।
০৪ ডিসেম্বর ২০১৭