যার মনে প্রেম বাসা বাঁধে ভুলে সকল কর্ম
অন্যরা কেউ বুঝে না তার মনের কথা মর্ম ।
ডুবে থাকে সকাল-বিকেল প্রেমের জলে মগ্ন
ভুলে যায় সে বাঁচা-মরা জীবন রথের লগ্ন ।
যার ছোঁয়াতে সাজে স্বর্গ এই বিশ্ব ভুবন মাঝে
তার নামেই এই উঠে যে যপ তার মাঝেই মজে ।
তাকে নিয়েই স্বপ্ন আশা তাকে ঘিরেই বাঁচা
ডুবে যে তার মনের সাগর বেঁচে থাকার আশা ।
লাগলে মনের প্রেমের দোলা মন হয়ে যায় খোলা
চালাক চতুর মানুষ তখন হয় যে আবুল ভোলা ।
দিন চিনে না রাত চিনে না সবই যে তার সমান
ভেবে-ভেবে প্রেমের মানুষ; যায় ভুলে মান-সম্মান ।
২৭ জুলাই ২০১৯