#প্রেমের বাঁধন
সহজ মনে দেয় না ধরা সহজ প্রেমের মানুষ,
বড্ড কঠিন করে জীবন হারায় যে মনের হুঁশ।
মন ছুঁয়েছে মনের মায়ায় মিষ্টি প্রেমের বাঁধন,
সুখ আর দুঃখ কান্না-হাসি এক জীবনের সাধন।
প্রেমে যদি সুখ পেতে চাও দুঃখ আগে সও
কান্না শেষে আসবে হাসি ভালোবাসা লও।

#প্রেমের বিষে
চোখ করে লাল নিশি জেগে কিংবা প্রেমের বিষে,
সঠিক প্রেমে ধরলে যে হাত জীবন পাবে দিশে।
ভুল মানুষে ভালোবেসে
কষ্ট পাবে অবশেষে,
সত্যি প্রেমের পেতে দেখা হৃদয় তোমায় দিছে।

বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
০৬ আশ্বিন ১৪৩০, ২১ সেপ্টেম্বর ২০২৩