কারো-কারো জীবনে প্রেম আপেক্ষিক একটি শব্দ মাত্র
কেউ গড়ে তাজমহল,
ইতিহাসে হাজার উদাহরণ এই প্রেমই রাষ্ট্র গড়ে
আবার ধ্বংস করে ট্রয় ।
প্রেম যতোটা মধুর ঠিক ততোটাই বেদনা বিধুর
হাহাকার ভরা অন্তর পরম সুখের নীড় !
তাই "প্রেম" নয় তো অভজ্ঞা করার কিছু
সত্যিই জীবনে একবার খাঁটি প্রেমে নেবে পিছু ।
০৮ নভেম্বর ২০১৭