'প্রেম জেগেছে আমার মনে' স্বপ্নে থাকি দিনে-রাতে,
ডুব দিয়েছি অথৈ জলে থাকবে কি গো আমার সাথে ।
তোমার মাঝেই খুঁজে বেড়াই ইচ্ছে সুখের চাবি,
আসবে তুমি এই আশাতেই এইতো একটা দাবী ।
তুমি-আমি দু'জন মিলে সাজবে সুখের ঘর
থাকবো না আর দূরে-দূরে রইবো না আর পর ।
যদি মজে প্রেমে যে মন দুঃখ আসবে তবু,
সুখ আর দুঃখ রেখেই প্রেমের সৃষ্টা করেন প্রভু ।
কান্নার জল যে নদীতে সে নদীতেই সুখের জল
হাসির পোয়ারা যেখানে সেথায় আঁখি ঝলমল ।
দূরে যদি থাকবে বলেই গিয়ে ছিলে চলে
জানি আবার আসবে ফিরে ঘরে ফেরার দলে।
ডাকছে আমার ভালোবাসা তোমায় দিবা-নিশি
ভাগ করোনা কে কতোটা ভালোবাসি বেশি ।
২৭ এপ্রিল ২০১৯