দেখে নজর ধোঁকা খেয়ে প্রেমে পরে রোজ
হঠাৎ করে দূরে পালায় রাখেনা কোন খোঁজ ।
ও প্রেম হাসায় কাঁদায়
সুখে-দুঃখে সে ভাসায়,
অতি চালাক যিনি তিনিও হয়ে যান অবুঝ ।
সুখের পাশে দুঃখ যেমন কান্নার পাশে হাসি
বিরহ যতোই থাকুক তবু তোমায় ভালোবাসি।
কাছা-কাছি, পাশা-পাশি
দূরে-সুরে, ভাসা-বাসি,
হাজার মাইল থাকি দূরে- তবু তো ফিরে আসি।
চাওয়া-পাওয়া নয় তো বেশি
এইতো এতোটুকু ভালোবাসি।
দূরে থাকা বড় দায়
তাই তো ফিরে আসি,
থাকবো সারা জীবন পাশাপাশি ।
২২ ডিসেম্বর ২০১৭