পাপোশ হয়ে বেঁচে থাকা যদি না করো আপোষ,
মুখোশ আড়াল নানা ফন্দি জিজ্ঞাসিলে নাখোশ।
আপনা আপনি নিজেই বড়
এমন কেনো ইচ্ছে করো?
খামোশ হয়ে থাকতে পারো হবে না কেউ আক্রোশ।

রবিবার, দাম্মাম, সৌদিআরব
৩০ আশ্বিন ১৪৩০, ১৫ অক্টোবর ২০২৩

উৎসর্গ কবি- বিপ্লব চাকমা মহোদয়কে।