পিতা-মাতা মিথ্যে বলেই, আছেন নাকি সুখে,?
সন্তানেরই সুখের জন্য পাথর বেঁধে বুকে।
মাছ আর গোস্ত লাগে না রোজ
একটু ঝোলেই পূর্ণ যে ভোজ,
সন্তানেরই ভরতে যে পেট (তাঁরা) খাবার খাওয়া রুখে।

বুধবার, দাম্মাম, সৌদিআরব
০২ কার্ত্তিক ১৪৩০, ১৮ অক্টোবর ২০২৩

উৎসর্গ- কবি শাহ্ সাকিরুল ইসলাম মহোদয়কে।