#প্রাণের সখা
ভাব জমেছে মনের মাঝে ভাবের মানুষ নাই,
মিষ্টি প্রেমের সৃষ্টি কথা কারে যে শুধাই।
যার প্রেমে মন ডুবে থাকে
সেই যে আমায় দূরে রাখে,
পেতে দেখা প্রাণের সখা কোথায় বলো যাই?
#রক্তপাতে
প্রেমে যেমন সুখে থাকে দুঃখ থাকে সাথে,
কান্না-হাসি পাশাপাশি জীবন দিনে-রাতে।
মনের মানুষ থাকলে পাশে
পূর্ণতা পায় ভালোবেসে,
দুঃখের পরে সুখের দেখা মুক্তি রক্তপাতে।
বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
১০ কার্তিক ১৪৩০, ২৬ অক্টোবর ২০২৩