#প্রাণের ঘরনী
যায় না ভাবা প্রেম ছাড়া এই মায়ার ধরণী,
সাজায় সংসার ভালোবাসায় প্রাণের ঘরনী।
একা মানুষ যায় না বাঁচা
সঙ্গীর খোঁজে শুধুই যাচা,
প্রেমের মানুষ পার করে দাও জীবন তরণী।
#প্রিয়তমা...
যাও) যদি দূরে চলে - করো যদি অভিমান,
চোখের জলে দেবে তোমায় দূরত্বের বয়ান।
লক্ষ-কোটি কথা জমা
ভালো থেকো প্রিয়তমা,
ফিরে এসো শূন্য বুকে এই হউক অভিযান।
সোমবার, দাম্মাম, সৌদিআরব
১৪ কার্তিক ১৪৩০, ৩০ অক্টোবর ২০২৩