#একজনই রাধা
অনন্য তার প্রেমের আকাশ এক মনে সে বাধা,
এক জীবনে ভালোবেসে এক প্রিয় তার রাধা।
তার ভাবনায় কাটে বেলা
স্মৃতি তারই মিলন মেলা,
ডুব দিয়ে তার প্রেম সাগরে ভুলে কালা-সাদা।
#প্রেমিক যুগল
প্রেমের সুধা প্রাণ করে যায় প্রেমিক যুগল মিলে
ভুলে যে যায় ভেদ-বিচারে- যাহা আসে দিলে,
দেখে না সে সাদা-কালো
বুঝে না তো মন্দ-ভালো,
শুধু যে এক প্রেমডোরে সারা জীবন ছিলে।
#প্রাণের বান্দর
দেখতে সুন্দর প্রাণের বান্দর ভালোবাসি যারে,
মুগ্ধ গানে কথার বানে যায় না ভুলা তারে।
দিবা-নিশি মনের ঘরে
না চাইতেও বসত করে,
মানব জনম তার জীবনেই আসবো বারে-বারে।
মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
২৮ ভাদ্র ১৪৩০, ১২ সেপ্টেম্বর ২০২৩