#প্রেমের লড়াই
প্রেমের জন্য লড়াই করে ব্যথাই পাবে শেষে,
দুঃখ দেয়ার হাজার মানুষ সুখ দেয়ার নেই পাশে।
একাই লড়াই যুদ্ধ বড়াই
কান্না জীবন শেষে মরাই,
ক্ষুদ্র জীবন হাসি-খুশি প্রেম ছাড়া কি বাঁচে?
#ধ ন্দ_
দুঃখ নদী জীবন তোমার সুখের তালা বন্ধ,
চাবি আছে দূর সীমানায় দেখার চোখটি অন্ধ।
সুখের আলোর পেতে দেখা
প্রেম যমুনায় চিত্র রেখা,
ঝাঁপ দেবে কি দেবে না তাই চলবে শুধু ধন্দ ।
বুধবার, দাম্মাম, সৌদিআরব
১২ আশ্বিন ১৪৩০, ২৭ সেপ্টেম্বর ২০২৩