#প্রেমের জন্য লড়াই
প্রেমের জন্য কতো লড়াই মরছে শতো লোক,
কেউ প্রেমে হার কারো জিতে কেউ করছে শোক।
#যে ফেরে না
যে ফেরে না প্রেমের ঘরে প্রেম ছিলো তার মিছে,
লোভের পাপে দৃষ্টি তাপে ঘুরছে ভুলের পিছে।
ভুলে প্রেম মোহ মায়া যে গেছে চলে দূরে,
মিছেই তারে খুঁজে বেড়াও ঢঙ্গের রঙ্গীন পুরে।
#অতি প্রেমে
মেঘের আকাশ গর্জে বেশি হয় না তেমন বৃষ্টি,
অতি প্রেমে সম্পর্ক শেষ যায় না দেখা দৃষ্টি।
#সৎ পথে
সৎ পথে যব চলবে তুমি আসবে নানা বাধা,
শতো কষ্টে দুঃখই পাবে থাকবে শুধুই কাঁদা।
#দুঃখ দিনের স্মৃতি
অনেক সময় সুখেও হয় দুঃখ দিনের স্মৃতি,
কান্নার শেষে সুখের হাসি দুঃখ দিনের ইতি।
বুধবার, দাম্মাম, সৌদিআরব
০৫ আশ্বিন ১৪৩০, ২০ সেপ্টেম্বর ২০২৩