প্রেমের হাওয়া বয়ে বেড়ায় সুঘ্রাণ ছড়ায় জনে-জনে,
দুঃখ যদি দেয় দেখা দেয় প্রেমের ছোঁয়ায় দূর করে বনে ।
জীবন সাজে নানা রূপে যেনো ফুলের বাগান
কাঁটা থাকে ঘ্রাণ থাকে বাজে সুরে গান ।
অনেক আগের লেখা হয়ে যাচ্ছে বছর কুড়ি
কাঁচা হাতে এখনো লেখায় হয়নি বুড়ি ! (পাকা হাত)
এপ্রিল ২০১৯