#মায়ার বাঁধন
প্রেম যখন হয় অন্ধ তখন দেখে না আর কিছু,
সবই লাগে সত্য সুন্দর বাকী সবই নিচু।
দু'চোখে তার প্রিয় দেখে
দু'হাতে তার গায়ে মেখে,
আপন বাঁধন ছিন্ন করে ঘুরে মায়ার পিছু।
#প্রেম নামের আগুনে...
প্রেম নামের আগুনে যখন পা দিবে সই তুমি?
জ্বলবে যতো ব্যথা ততো সারা জীবন দমী।
তার জীবনের ডোরে বাঁধা
বন্দি যেনো মরণ সাজা,
শিকল ভাঙার গাইবে না গান ডাকবে অন্তর্যামী।
রবিবার, দাম্মাম সৌদিআরব,
১৩ কার্তিক ১৪৩০, ২৯ অক্টোবর ২০২৩
দমী- শাসনকারী, জিতেন্দ্রিয়, দমন শীল।