কি মোহে ডুব নাচছো তুমি কোন সেই রঙ্গে রঙীন,
হে মুসলিম, জ্বলছে তোমার প্রথম ক্বিবলা ফিলিস্তিন।
আর কতো কাল ঘুমের ঘোরে
থাকবে তুমি অন্ধ গোরে,
হচ্ছে শহীদ করতে মুক্ত পবিত্র স্থান স্বাধীন।
বুধবার, দাম্মাম, সৌদিআরব
০২ কার্ত্তিক ১৪৩০, ১৮ অক্টোবর ২০২৩
উৎসর্গ-- মোঃ সানাউল্লাহ্ (আদৃত কবি) মহোদয়'কে।