#অবসাদ
প্রেমে যেমন সুখের আবাস দুঃখ করে বাস,
কারো প্রেমে সাজে জীবন কারো সর্বনাশ।
পাড় করে কেউ জীবন নদী
পায় দেখা পায় সুখের যদি,
ভালো থাকুক প্রেমিক যুগল; ভুলে অবসাদ।

#বেদনা-বিধুর
ব্যথা জাগে মনে ভেতর এই বেদনা-বিধুর,
ভাবনাতে তার প্রেমের যাদু স্মৃতি যতো মধুর।
সুখের সাথে দুঃখের কথা
কান্না-হাসি মনের ব্যথা,
উজাড় করে হৃদয় ভূমি তার নামেরই সিঁদুর।

সোমবার, দাম্মাম, সৌদিআরব
২৭ ভাদ্র ১৪৩০, ১১ সেপ্টেম্বর ২০২৩