#অযথা_
এক জীবনের প্রেমের কথা এক জীবনের ব্যথা,
একটি গল্পে শ'চরিত্র থাকে না সব যথা।
বেলা শেষে জীবন খেলা
ভেঙ্গে যাবে সকল মেলা,
চলতে হবে মরণ রথে, বাকী সব অযথা।
#অবিরত
সুখের জন্য লড়ছে কতো বুকে নিয়ে ক্ষত,
কান্নার রেশে যুদ্ধ বেশে দুঃখ হাজার শত।
রাতের শেষে যেমন আলো
সাজবে জীবন হারবে কালো,
শান্ত শান্তি সুখের জীবন থাকবে অবিরত।
সোমবার, দাম্মাম, সৌদিআরব
২৬ অগ্রহায়ণ ১৪৩০, ১১ ডিসেম্বর ২০২৩