ডুব দিয়েছি তোমার প্রেমে অথৈই সাগর জলে
কূলে আশা ভুলে গিয়ে ভিজছি লোনাজলে ।
আলো ভেবে যারে আমি ডাকছি বুকের কাছে
আসলে সে আলোর নামে শুধুই আঁধার পিছে।
ধরতে গেলে যায় হারিয়ে ধুয়াসার ঐ জাল
বাঁধা আমি তার মোহেতে আকাশ কিবা পাতাল।
ছুটে বেড়াই দূরে পালায় একটু দেখা দিয়ে
কতো আশা ভালোবাসা শুধু তাকে নিয়ে।
তবু তো সে হয়না আমার থাকে সে অধরা
বুঝে না সে তারে ছাড়া আমি যেমন মরা।
২৩ এপ্রিল ২০১৯