ছায়া দেয়া বৃক্ষটিরও - বসন্তে যায় শূন্য,
উপকারে হিত বিপরীত মানুষ অসম্পূর্ণ।
অভাব যেমন স্বভাব নষ্ট
প্রাচুর্য দেয় শুধুই কষ্ট,
তবু, মানুষ হয়ে জন্ম নেয়ায় হলেম ধন্য।

শুক্রবার, দাম্মাম, সৌদিআরব
২৫ কার্তিক ১৪৩০, ১০ নভেম্বর ২০২৩