অসীম সুখের খুঁজে তুমি দুঃখ নামের জীবন,
কান্না তুমি করতে বিয়োগ অশ্রু করো আপন।
কষ্টগুলো নষ্ট দলে-
ব্যথার আগুন বুকে জ্বলে,
অল্প-স্বল্প প্রাপ্তি দানে থাক ভালো প্রিয়জন।

শনিবার, দাম্মাম, সৌদিআরব
২২ আশ্বিন ১৪৩০, ০৭ অক্টোবর ২০২৩