সুখি হওয়া নয়তো সোজা পূর্ণতায় নাই সুখ,
অপূর্ণতায় কারো-কারো সুখে ভরে বুক।
ভাঙ্গা-গড়া এই জীবনে
সুখ আর দুঃখের এই বাহনে,
চলার নামেই চাওয়া-পাওয়া দূর করে সব দুখ।
বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
৩০ ভাদ্র ১৪৩০, ১৪ সেপ্টেম্বর ২০২৩
উৎসর্গ কবি- জাকারিয়া আসিফ'কে।