#ভালো মানুষ কালো থাকে
এই জগতে তাদের মিলে ঠিক পথে যে চলে,
শূন্য জীবন মুক্ত যাপন সুখে থাকার দলে।
দেখতে দুঃখ জীবন সঙ্গী
সুখ যেনো তার শত্রু জঙ্গী,
ভালো মানুষ কালোই থাকে সবাই তাইতো বলে।
#অন্তিম
মানব জীবন অল্প দিনের আখেরাতই অনন্ত,
এই জীবনের পুণ্য কাজের ছাওয়াব সমান দিগন্ত।
পাপে-তাপে সারা জীবন
পূণ্যতে হয় যদি মরণ,
শেষ বিচারে মিললে জান্নাত হয়না খুশির সীমান্ত।
রবিবার, দাম্মাম, সৌদিআরব
২৬ ভাদ্র ১৪৩০, ১০ সেপ্টেম্বর ২০২৩