#অন্তত জীবন...
যখন তুমি আর র'বেনা এই পৃথিবীর পরে
সময় হলেই যাবে চলে আসবে না আর ফিরে।
খোঁজবে সবাই কিছুটা দিন
বাকী রইল কি কারো ঋণ,
অনন্তকাল থাকবে সেথায়! যখন যাবে মরে।

#নুরের বাতি
মুক্তির পথে শান্তির রথে চলছে যারা দ্বীনের সাথী
ধৈর্য ধরে রুদ্ধ দ্বারে দূর করে দাও আঁধার রাতি ।
হেরার জ্যোতি তোমার প্রাণে
জীর্ণ জারা ক্রোধের বানে,
ভস্ম করো পাপের ঝুড়ি জ্বলাও মনে নুরের বাতি ।

বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
১৬ ভাদ্র ১৪৩০, ৩১ আগস্ট ২০২৩