ভালোবাসার হয়না যে হার যদিও প্রেম হারে
যায় না ভোলা প্রেমের কথা যদিও কেউ মারে।
শত আঘাত লাগে মধুর লাগেনা গায়ে ব্যথা
মনের আগুন মনেই জ্বলে বলেনাতো এই কথা।
তবুও মনে প্রেমের সুখে পদ্ম ফুটে রোজ
যায় ভুলে যায় রাখেনা কেউ কারো কোন খোঁজ ।


০২/১১/২০১৭
দাম্মাম, সৌদিআরব