#গন্তব্য
প্রেমে যতো সুখ যে আছে তার চেয়ে বেশি দুঃখ,
ব্যথার সাগর পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছই মুখ্য।
#ধরণী
ভালোবাসার অনুভবে সাজলো যে এই ধরণী,
জাগলে যে প্রেম প্রিয়ার মনে হবে তবেই ঘরণী।
#রূপের চমক
দেখে তোমায় অভিভূত কী রূপেরই চমক,
নিজ হাতে র'ব সৃজন তুমি পরিপূর্ণ নমক।
#বিমোহিত
বিমোহিত তোমার প্রেমে তোমায় ভালোবেসে
পথ হারিয়ে পথেই ঘুরি তোমার কাছে এসে।
#অং হ কা র
সবার সেরা আমিই একা বাকীরা সব তুচ্ছ,
থাকবো আমি সারা জীবন এই পৃথিবী নিশ্চয়।
মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
২৮ ভাদ্র ১৪৩০, ১২ সেপ্টেম্বর ২০২৩