দু’চোখ বন্ধ করে,
স্মৃতির আয়নায় কি দেখে ঐ নয়ন যুগল
ভুলে যাওয়া দিন গুলো পড়ে কি মনে ?
নাকি, ভুলের স্রোতে তলিয়ে গেছে গভীর অন্ধকারে।
হাজার স্বপ্ন লাখ বাসনা হৃদয়ে ধারণ করা,
স্বপ্ন সাধনের ক্ষণ তিলে তিলে, দিন গুলো যায় কি বিফলে।

হঠাৎ একদিন স্মৃতিতে হাতড়ে বেড়াবে আজকের সন্ধ্যাটাকে
আড্ডা গানে ফুরিয়ে যাওয়া সময়ের পায়ে,
হীরার নূপুর কে দেবে পরিয়ে?
স্বপ্নের কাঁথায় জলের প্রলেপে যদি ঘুম ভাঙ্গে
সেই সকালে জাগবে কি গো মন তোমার-শুধরে নেয়ার তাগিদে।
নাকি এমনি করে কাটবে দিন-রাত ঘুমের অভিনয়ে !
চোখের নীচের কালো দাগ, নির্ঘুম রোজ রাত,
জেগে আছ কি আমার মতো সদা আনমনে
নিশুতি রাতের গাড়ীর হর্ণ গুলো কানে বাজে কি?
নাকি জেগে থাকা শহরের মতো
একেলা তুমিও কি জেগে থাক – সোনালী সূর্যের অপেক্ষায়।


কাব্য গ্রন্থঃ- কবিকোষ