#অগ্নি পথে
সুখের লড়াই দুঃখ মিলে থামলে কিন্তু হবে না,
চলতে হবে অগ্নি পথে ক্লান্ত হওয়া যাবে না।
দুঃখের পরে সুখের দেখা
কান্না শেষে হাসি রেখা,
ধৈর্য হারা হয়ে গেলে সুখ কভু আর পাবে না।
#বিরহ গাঁথার পুঁথি পাঠ
ব্যথা গুলো গুমরে মরে শান্তি সুখের আশে,
প্রেমের রতন সুখের যতন থাকেনা তার পাশে।
কান্নাগুলো সুর তুলে আজ
দুঃখ জলে তুলছে যে নাচ,
বিরহ গাঁথা পুঁথি পাঠে জীবন সর্বনাশে।
শনিবার, দাম্মাম সৌদিআরব,
০৫ কার্তিক ১৪৩০, ২১ অক্টোবর ২০২৩