#অদ্বিতীয়া
তাঁর তুলনা নিজেই যে সেই অতুলনীয়া
অপূর্ব তার মুগ্ধ স্বরূপ এক অদ্বিতীয়া।
দেখে যে তার বদন খানি
দিচ্ছে প্রেমিক হাজার বাণী,
খেপার মনে শান্তি আসে প্রেমের সুখ নিয়া।

#চলার পথে
এক দেখাতেই পাগল এই মন তাঁর প্রেমেতে ডুবে,
মুগ্ধ যে তার রূপের গুণে তারই হৃদয় ছোঁবে।
হাজার বাধা টপ্‌কে রাধা
পার করে সে লক্ষ ধাঁধা,
সঙ্গী সাথী চলার পথে - এক জীবনে র'বে।

বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
২৭ আশ্বিন ১৪৩০, ১২ অক্টোবর ২০২৩

খেপা- ক্ষিপ্ত হওয়া; পাগল হওয়া, ক্রুদ্ধ হওয়া; প্রমত্ত হওয়া; অবাধ্য।