#অ ধি কা র
দেখতে মানুষ অতি চমক ভেতরে তার অন্ধকার,
মনের মাঝে পশুর বসত জীবন জুড়ে হাহাকার।
মিষ্টি কথায় দৃষ্টি কাঁড়ে
ভালোর বদল মন্দ বারে,
বদলে খোলস রং বেরঙের ভোগছে সকল অধিকার।
#ভালো লোকের বদনাম
জমিন বুকে স্বর্গ গড়ে ভুলে শাদ্দাদেরই নাম,
এতো স্বাদের স্বর্গ বাঁধে হারায় জীবনেরই দাম।
শক্তি পেশি দেখায় বেশি
অবশেষে রেষারেষি,
মন্দ কেনো ভালোই থাকে? ভালো লোকের বদনাম।
বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
২৪ কার্তিক ১৪৩০, ০৯ নভেম্বর ২০২৩