#অবনতি
নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি এই যদি হয় উন্নতি?
লুটতরাজ আর স্বজনপ্রীতি লাগামহীন এই দুর্নীতি।
বাপের সম্পদ ভেবে যারা
জনতার ধন লুটছে তারা,
তাদের কারণ সোনার বাংলার হচ্ছে যে অবনতি।


#ভালো থাকার শর্তে
আসবে আলো সেই আশাতে কাটছে জীবন আঁধার,
ভালো থাকার শর্তে মানুষ খুঁজছে সুখের আধার।
কতো টুকু পাচ্ছে যে সুখ?
ভরছে কতো মনেতে দুখ,
কান্না সাথী যুদ্ধ জীবন বাড়ছে শুধুই ধার।

রবিবার, দাম্মাম, সৌদিআরব
২০ কার্তিক ১৪৩০, ০৫ নভেম্বর ২০২৩