সুখ চেয়েছি দুঃখ দিলে হাসি বদলে কান্না
যেমন করে চলছে জীবন তেমন জীবন চাইনা ।
একাই আমি বয়ে যাবো এমন উদার হই না
মুখ বুজে সব সইছি বলে ভাবো কিছুই কই না ।
ভালোবাসি বলেই আমি আজো আছি চুপ
মুখ যদি মোর খোলে তবে ছাড়ায় শুধু ধূপ ।
ধূপের গন্ধে মুগ্ধ সবে আড়ালে তা অনুপ
দেখলে তবে মন্দ দিকটা সেকবেনা কেউ আর ধুপ ।
গোপন কথা হলে প্রকাশ মেঘলা করে আকাশ
চলে যাবে তোমায় ছেড়ে খুঁজবে যে অবকাশ ।
৩০ শ্রাবণ ১৪২৬, ১৫ আগস্ট ২০১৯