#লোভ-লালসা
যতোই তুমি দিতে পারো ততোই তুমি ভালো,
বন্ধ যখন করবে দেয়া হবেই যে সব কালো।
সুখ যদি দাও ভুলে যাবে
দুঃখগুলোই খুঁজলে পাবে,
মানুষ এমন স্বভাব প্রাণী লোভ-লালসায় জড়ালো।

#বৃদ্ধাশ্রমের শ্রম শ্রমিক?
সারা জীবন খেটে যাওয়া লোকটা যখন বৃদ্ধ
জীবন যুদ্ধে লড়াই শুদ্ধে যখন তিনি সিদ্ধ।
আগাছা তার জীবন যেনো
অবহেলার মাদুর কেনো?
বৃদ্ধাশ্রমের ছোট্ট ঘরে শ্রম শ্রমিক হয় বিদ্ধ।

সোমবার, দাম্মাম সৌদিআরব,
৩১ আশ্বিন ১৪৩০, ১৬ অক্টোবর ২০২৩