#এক-
নিয়তি...
অন্যের জন্য করলে গর্ত নিজেই তাতে পড়বে,
এই নিয়তি এটাই শর্ত কষ্ট নিয়েই মরবে।

#দুই-
সুখের বহর
আসবে যখন শান্তি নহর বইবে সুখের বহর,
হস্ত দুটি প্রস্থ করো সুখ নিয়ে যে বহন।

বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব,
২৬ শ্রাবণ ১৪৩০, ১০ আগস্ট ২০২৩