#অবশেষে নিঃস্ব তুমি
কার হৃদয়ের দখল তুমি কে যে করে চাষ?
মনের ঘরে যতন করে করছে যে কে বাস।
উজাড় করে ভালোবাসা
সব ভুলে তার কাছে আসা,
অবশেষে নিঃস্ব তুমি সবই সর্বনাশ।

#অসুখ...
তোমাকে চাওয়া এবং পাওয়া আমার যতোটা সুখ,
আমিও চাই তোমার, আমাকে চাওয়ার হউক অসুখ।
যতোটা আমি ভাবছি তোমায়
তুমিও ততো ভাবো আমায়,
এক মোহনায় মিলে দু'জন পূর্ণতা পাক শূন্য বুক।

বুধবার, দাম্মাম সৌদিআরব,
০২ কার্তিক ১৪৩০, ১৮ অক্টোবর ২০২৩