সমাজের চোখ রাঙিয়ে সুখের সংসার সাজায়
নানা রঙ্গে রাঙিয়ে জীবন প্রেমের সুর বাজায়।
সে প্রেমেরে দাগা দিলে সুখ মিলেনে ভাগ্য
ছন্দ লয়ে সুর না উঠলে হয়না তো তা কাব্য ।
অন্যের ঘরে বেঁধেছে মন তাই রাখেনা আর খবর,
ভালো আছে তাতেই খুশি জেনে অনেক দিন পর ।
আমি বাঁধি শূন্য বালুচরে জল ভাঙ্গে ঘর,
আপন ভাবি যারে আমি সেই ভাবে পর।
সুখে থাকুক এই কামনা দেই না অভিশাপ,
প্রেম যদি হয় বেদনা নাম তা আমারই পাপ ।
২৩ ডিসেম্বর ২০১৭