মন যদি তোর মনে লাগে সেই যে সঠিক মানুষ
ঘুরে বেড়া পালিয়ে বেড়া থাকুক না কো হুঁশ ।
যদিরে তুই ভুল মানুষে ডুবে থাকিস জীবন
কান্না ছাড়া মিলে না যে জলদী আসে মরণ ।
ওযদি তোর জীবন মাঝে সঠিক সঙ্গী মিলে
সাজবে স্বর্গ ভুবন মাঝেই দুইটি জীবন মিলে ।
প্রেমে পরে হাজার গড়ে পথ হারালো লোক
ভুল মানুষে ভালোবেসে সারা জীবন শোক ।
কাছে আসার বাহানাতে ডাকি তোমায় বারে-বার
দূরে সরো ইচ্ছে করেই দাওনা যে দেখা আর ।
০১ আগস্ট ২০১৯