একটি মাত্র সম্পর্ক সে; যেথায় নেই তো লোভ
ধোঁকা দিলে তখন লড়াই ঝরে সকল ক্ষোভ ।
এক সাথে তুই এক বিচানায় করিস বসবাস
তবু বলিসরে তার সাথে তোর নেই যে আবাস ।
আসবে বাধা ভয়ে সাজা নামলে প্রেমের জলে
মনের সাথে মিললে সে মন লড়াই জলে-স্থলে ।
মনটা তোমার করলে ছোট হেরে যাবে তখন
সাহস বুকে স্বপ্ন চোখে জয়ী হবে যখন ... ।
ভয় পেলে কি জয় করা যায় সাহস রেখো মনে
প্রেমের শক্তি দেবে মুক্তি থেকো না আনমনে ।।
০১ আগস্ট ২০১৯