আসে না
কেউ মনের মাঝে
আসেনা ।
রাখে না
কেউ হৃদ মাজারে
রাখেনা ।
বাসে না
কেউ ভালোবাসা
বাসে না ।
থাকেনা
কেউ পাশে আমার
থাকেনা ।
খোঁজে না
কেউ ভালো মানুষ
খোঁজে না।
মঙ্গলবার, ১৭ শ্রাবণ ১৪৩০, ০১ আগস্ট ২০২৩
উৎসর্গ কবি- রীনা বিশ্বাস-হাসি (মৈত্রেয়ী কবি) কে
কবির “সবই না না” কবিতায় মন্তব্যে লিখেছিলাম ।