আমার প্রথম কাব্যগ্রন্থ "পাখির কণ্ঠে দেশের কথা"
সারাদেশে একযুগে, প্রকাশিত হল; "দাঁড়িকমা প্রকাশনী" ব্যানারে অমর ২১শে গ্রন্থমেলায়, স্টল নং ৩৮৮-৩৮৯ ও লিটল ম্যাগ চত্বর স্টল নং ১০ এবং খুলনা বইমেলায় স্টল নং ৭৪ আবার ৭ তারিখ থেকে সিলেট ও ১৪ তারিখ থেকে চট্টগ্রামের বইমেলায় পাওয়া যাবে ।
আপনারা যারা বইটি সংগ্রহ করতে ইচ্ছুক, তাঁরা তাড়াতাড়ি বইমেলাই আসুন। অথবা অনুগ্রহ করে এখানে ঠিকানা প্রদান করুণ ।