যাঁর ইশারায় সৃষ্টি ভুবন তাঁর নামেরই যিকির,
সেই যদি হয় খুশি কাজে নেই কোনো আর ফিকির।
ডাকছি তাঁরে প্রকাশ মনে
রাখতো যদি আপন জনে,
দুই দিনের এই দুনিয়াতে আমি এক মুসাফির।

বুধবার, দাম্মাম সৌদিআরব,
০২ কার্তিক ১৪৩০, ১৮ অক্টোবর ২০২৩