জ্বালতে আগুন এক কাঠি চাই নেভাতে সব জল,
রক্ত বিনে মুক্তি কোথায়? জীবন হবে ঝলমল।
যদি চাও স্বাধীনতার স্বাদ
প্রশান্তির জীবন দেবে বাদ,
মুক্তির মিছিল মুক্ত তুমি, অধিকারেই ফলাফল।

শনিবার, , দাম্মাম, সৌদিআরব
০৮ আশ্বিন ১৪৩০, ২৩ সেপ্টেম্বর ২০২৩