#মুখ ও মুখোশ
কোন জীবনে বাঁধারে তুই দুই দিনের এই খেলা,
কতো রঙের ফানুস সাজিস হেলায়-ফেলায় বেলা।
মুখ ও মুখোশ আলাদা তোর
রুদ্ধ করে মানবতার দোর,
এতো বড়াই অহমিকা ভাঙবে রঙ্গের মেলা।

#চির বিদায়
মোহের পিছে ঘুরছ তুমি মিছে মায়ার বাঁধনে,
বেঁধে দেয়া সময় তোমার থামবে না তো কাঁদনে।
সড়ক তোমার মড়ক হবে
সব দেখে শব পড়ে র'বে,
জলদি তোমায় করবে বিদায় রাখবে না কেউ সদনে।

সোমবার, দাম্মাম সৌদিআরব
২৪ আশ্বিন ১৪৩০, ০৯ অক্টোবর ২০২৩