আগুন লাগে শহর গ্রামে নিভে বালু জলে
বুকের আগুন নিভে না তো ধিকি-ধিকি জ্বলে ।
দেখে না কেউ মনের ভেতর চোখেই অশ্রু ঝরে
হাসি মুখেই বরণ করে প্রেমের তরেই মরে ।
মনের ব্যথা যায় না দেখা শরীর ব্যথা দেখে
মন সাড়ে না; শরীর ভালো ব্যথায় ঔষুধ মেখে ।
মুগ্ধ প্রেমের দেখে মহান উদারতার খনি
একাই ভোগে দুঃখের পাহাড়; প্রেমকে ভাবে মণি ।
যার মনে প্রেম বাসা বাঁধে মানে না সে বাধা
হাজার লড়াই যুদ্ধ করে থাকে দু'জন বাঁধা ।
বুঝ মানে না একাই চলে খুঁজে সবাই রাধা
আস্বাদ জিনিস সুস্বাদু মসলা ছাড়াই রাঁধা ।
২৯ জুলাই ২০১৯