#মড়ার উপর খাঁড়া
বেড়া যখন খাচ্ছে যে ক্ষেত কে দেবে পাহারা,
সহজ-সরল মানুষগুলো যাচ্ছে যে রোজ মারা।
লোকের হিতে রাজ্য শাসন!
সোনার মোড়ক রাজার আসন,
খাজনা দেয়া লোকগুলোর আজ মড়ার উপর খাঁড়া।
#ঋণ খেলাপি
আমার দেশের কৃষক কভু হয়না তো ঋণ খেলাপি,
জমা টাকা লুটছে নেতা করছে তো লাফালাফি।
চোর গুলো সব হারামি আজ
বড্ড বেশি চেতনা বাজ,
জাগবে যখন আম জনতা বাড়বে যে কাঁপা কাঁপি।
#চোরের খনি
দেখছি শতেক চোরের খনি মুক্ত স্বাধীন দেশে,
হাজার মানুষ ভালোর ফানুস চুপ হয়ে রয় ভেসে।
লুটছে আমায় অধিকারে
জন প্রতি ঋণ শুধুই বাড়ে,
যেমন দেশের স্বপ্ন ছিলো ভাঙ্গলো সবই শেষে।
মঙ্গলবার, দামামা, সৌদিআরব
১২ আশ্বিন ১৪৩০, ২৭ সেপ্টেম্বর ২০২৩