#দূরের মানুষ
ধরতে গিয়ে হাতটি তোমার ছেড়ে গেছে সব,
নীরব বরফ ভুবন আমার থামছে যে কলরব।
যারা ছিলো চলার সাথী
হয়না এখন মাতামাতি,
দূরের মানুষ করছে সবাই, হবে না আর সরব।

#মনের মিলন
যেই দেখা পায় প্রেমের মানুষ পূর্ণতা পায় বিশ্ব,
সুখের সাগর জীবন ভরে সুন্দর ভুবন শীর্ষ।
কতোটা পথ হেঁটে পরে
দেখা হবে আপন ঘরে,
দুইটি মনের মিলন বেলা অপরূপ সেই দৃশ্য ।

মঙ্গলবার, দাম্মাম সৌদিআরব,
০১ কার্তিক ১৪৩০, ১৭ অক্টোবর ২০২৩