#বিপদ দিন
আপন আর পর বুঝবে কেমন আসবে যখন বিপদ,
মুখ ফিরিয়ে অচেনা আজ ভালো লোকটাও বদ।
দুঃখ তোমার দূর হয়ে যায়
সুখের জীবন এই দেখা পায়,
দলে-দলে আপন তোমার পদ ভরবে জনপদ।

#মনের মানুষ
অনুভূতির কাড়া আঘাত উঠলো কেঁদে মন,
দুঃখ সুখের দোলায় চলে পর কে বা আপন।
মনের মানুষ অনেক দূরে-
গান গেয়ে যাই তারই সুরে,
দেখতে তারে সারা দেশে খুঁজি জনে-জন।

মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
২৮ ভাদ্র ১৪৩০, ১২ সেপ্টেম্বর ২০২৩